নোয়াখালী : বৈরি আবহাওয়া, ৩ নম্বর সর্তকতা সংকেত ও মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় জোয়ারের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এতে করে অঞ্চলটির সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
হাতিয়া উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চলছে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত। মঙ্গলবার ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড ভেগে বাতাস বইছে। বাতাসের দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থেকে সাময়িক নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এমজে