ঢাকা: রাজধানীর মিরপুর থেকে মো. ওমর ফারুক (৩০) ও মো. পাভেল খান (৩৩) নামে দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেপ্তার ওমর ফারুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। পাভেল বাস চালক। ওমর ফারুক টেকনাফ থেকে ইয়াবা আনে। পাভেল সেই ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের উভয়ের পরিচয় কারাগারে ২০১৮ সালে।
কারাগার থেকে বের হয়ে তারা যৌথভাবে ইয়াবা বিক্রি শুরু করে। মঙ্গলবার রাতে তারা পাইকপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে ওমর ফারুকের কাছ থেকে এক হাজার পিস ও পাভেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি এবং পাভেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এজেডএস/এমজে