ঢাকা: রাজধানীর পান্থপথে একটি প্রাইভেটকার থেকে নেমে তিন-চার জন ব্যক্তি সবুজ (৩৫) নামে এক লেগুনাচালককে মারধর করেছেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি বরিশাল জেলায় বলে জানা যায়। তিনি ফার্মগেট-নিউমার্কেট রুটে লেগুনা চালাতেন।
নিহত সবুজের পরিচিত জামাল জানান, সবুজের লেগুনায় গ্যাস না থাকায় ফার্মগেট থেকে তিনি আরেকটা লেগুনার সহযোগিতায় গ্যাস নিতে পান্থপথ হয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। পান্থপথ এলাকায় একটি প্রাইভেটকার তাদের লেগুনার সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারের লুকিং গ্লাস ভেঙে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারে থাকা তিন-চার জন ব্যক্তি নেমে এসে ভাঙা লুকিং গ্লাস দিয়ে সবুজের মাথায় আঘাত করেন। তারা সবাই মিলে সবুজকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে সবুজ অচেতন হয়ে পড়লে তারা দ্রুত প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান।
পরে আহত অবস্থায় সবুজকে তার সঙ্গে থাকা অপর লেগুনাচালক ফারুক ফার্মগেট লেগুনা স্ট্যান্ডে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে স্থানীয় থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এজেডএস/এমজেএফ