ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ইজিবাইকের ধাক্কায় এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
মুরাদনগরে ইজিবাইকের ধাক্কায় এএসআই নিহত এএসআই সাজ্জদুল মান্নান

কুমিল্লা: কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজ্জদুল মান্নান (৪১) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।  

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই সাজ্জদুল মান্নান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।  

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাকে বহন করা মোটরবাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এএসআই মান্নান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।