ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৬ বছর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৬ বছর

ফেনী: ফেনীর সোনাগাজীতে দায়ের করা মাদক মামলায় ছয় মাসের সাজা পেয়েছিলেন খোরশেদ আলম (৩৮)। সেই সাজা থেকে বাঁচতে চট্টগ্রামে ছয় বছর পালিয়ে ছিলেন।

দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন।

বুধবার রাতে উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালের ১৮ জুন খোরশেদ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরে মাসখানেক কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। এরপর আর আদালতে হাজির না হয়ে গোপনে চট্টগ্রামে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সোনাগাজী মডেল থানার এএসআই নুরুজ্জামান বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর থানার একাধিক কর্মকর্তা খোরশেদ আলমের খোঁজে মাঠে নামেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রেপ্তার এড়াতে প্রায় সময় স্থান পরিবর্তন করতেন খোরশেদ। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি পুলিশকে জানায়, খোরশেদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এস্কেভেটর (খননযন্ত্র) চালিয়ে থাকেন। তবে মাঝে মধ্যে রাতের আঁধারে বাড়িতে এসে আবারও ভোর হওয়ার আগেই চলে যান। ফোন নম্বর ও ছবি সংগ্রহ করেও নাম পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। বুধবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাড়ির সামনে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে খোরশেদকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।