ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিষখালী নদীতে ট্রলার ডুবি, মিলল নিখোঁজ জেলের মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
বিষখালী নদীতে ট্রলার ডুবি, মিলল নিখোঁজ জেলের মরদেহ

পাথরঘাটা (বরগুনা): ঝড়ের কবলে পড়ে বিষখালী নদীতে মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ জেলে আবুল হোসেনের (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় জেলেরা পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়ায় চরের কাছে থেকে মরদেহটি উদ্ধার করেন।

পরে পুলিশকে জানানো হয়।

নিহত জেলের আপন ভাই আবু জাফর ও তার ছেলে মাহমুদুল হাসান মরদেহ শনাক্ত করেছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ১টার দিকে আবুল হোসেন মাছ ধরার জন্য পাথরঘাটা-বামনার মধ্যবর্তী মোস্তফা মিয়ার ইটের ভাটার ঘাট থেকে বিষখালী নদীতে মাছ ধরতে যান। অনেকটা সময় পার হলেও তিনি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু নৌকা পাওয়া গেলেও তাতে থাকা জেলেদের খুঁজে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম হাওলাদার বলেন, সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ আবুল হোসেনের বলে শনাক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।