ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

২ ঘণ্টায় এডিসের লার্ভা মারে বিটিআই, রোববার থেকে প্রয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
২ ঘণ্টায় এডিসের লার্ভা মারে বিটিআই, রোববার থেকে প্রয়োগ

ঢাকা: এডিস মশার লার্ভা নিধনে প্রথমবারের মতো ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নামে কীটনাশক ব্যবহার করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ পদার্থ ২ ঘণ্টার মধ্যে এডিস মশার লার্ভা নিধনে সক্ষম।

আগামী রোববার (৬ আগস্ট) থেকে এটি প্রয়োগ করবে ডিএনসিসি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেছেন, বিটিআই বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। এটি মশার লার্ভা ধ্বংসে কার্যকর ঔষধ বলে এখনো প্রমাণিত। ২ ঘণ্টার মধ্যে এডিস মশা ও কিউলেক্স মশার লার্ভা মেরে ফেলতে সক্ষম বিটিআই।

তিনি আরও বলেন, বিটিআই এক ধরনের ব্যাকটেরিয়া। এটি যখন লার্ভার পরিপাকতন্ত্রে যায়, এর বিষক্রিয়া সেটি ধ্বংস করে ফেলে। লার্ভা পরে আর কিছুই খেতে পারে না। এক পর্যায়ে না খেয়েই লার্ভাগুলো মরে যায়। জমে থাকা পানি, জলাধার বা ড্রেনে অর্থাৎ মশার লার্ভার জন্মস্থানে লার্ভিসাইডিংয়ের মাধ্যমে বিটিআই প্রয়োগ করা হয়।

সঠিকভাবে, সঠিক সময়, সঠিক পরিমাণে ও সঠিক স্থানে কাউন্সিলররা যদি নিয়ন্ত্রিতভাবে বিটিআই প্রয়োগ করতে পারেন তাহলে উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি একটি পাউডার। বিটিআইকে প্রতি মিটারে শূন্য দশমিক ৫ গ্রাম স্প্রে করতে হবে। সাধারণত আমাদের স্প্রে মেশিনের বোতল ১০ লিটার হয়ে থাকে। ২৫ গ্রামের একটি প্যাকেট মিক্স করে ২৫ থেকে ৫০ স্কয়ার মিটার জায়গায় স্প্রে করতে হবে। এর থেকে বেশি জায়গায় বিটিআই স্প্রে করলে এর কার্যকারিতা থাকবে না।

রোববার থেকে বিটিআই প্রয়োগ সম্পর্কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা কল সেন্টার করেছি। আমাদের টার্গেট হলো- ডিএনসিসি এলাকার জনগণকে ফোন কলের মাধ্যমে সচেতন করা। আমরা কাউন্সিলরের মাধ্যমে টাস্ক ফোর্স গঠন করেছি।

আমাদের খুব দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে হবে। স্থায়ীভাবে ১০টি অঞ্চলে দশজন ম্যাজিস্ট্রেট দেব। সরকারি বেসরকারি যে ভবন রয়েছে, সেগুলোয় নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আরও নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হয়েছে। এগুলো অনেক বড় এলাকা। যেসব জায়গায় ডোবা-নালায় কচুরিপানা হচ্ছে। সেসব জায়গার মালিকদেরকেই কচুরিপানা পরিষ্কার করতে হবে। এখানে প্রচুর লার্ভা জন্ম নেয়।

জানা গেছে, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তাদের দ্রুত মাঠ পর্যায়ে লার্ভিসাইডিংয়ের জন্য বিটিআই পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুত করতে নির্দেশ দিন মেয়র আতিক। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথমে বিটিআইয়ের কার্যকারিতা পরীক্ষা করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ল্যাব পরীক্ষায় এর শতভাগ কার্যকারিতার প্রতিবেদন পাওয়া যায়। পরে ১২ থেকে ১৯ মার্চের মধ্যে গুলশান লেক, উত্তরা ৪ নম্বর সেক্টরের লেক ও বারিধারায় একটি ড্রেনে লার্ভিসাইডিং করে তিন দফায় এর কার্যকারিতা পরীক্ষা করা হয়। এতেও শতভাগ সাফল্য পাওয়া যায়।

ডিএনসিসি সূত্রে জানায়, প্রায় দুই বছর ধরে বিটিআই দিয়ে মশার লার্ভা ধ্বংস করার বিষয়ে বিভিন্ন কীটতত্ত্ববিদের সঙ্গে বৈঠক করেছেন ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মিয়ামি শহর পরিদর্শনে গিয়ে বিটিআই দিয়ে লার্ভা ধ্বংসের পদ্ধতি দেখতে পান মেয়র আতিক। পরে সফর শেষ করে দেশে এসে গত ২১ জানুয়ারি মেয়র মশক নিধনে বিটিআই প্রয়োগ করার কথা জানান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নগর ভবনের হল রুমে মশক নিধনে প্রথমবারের মতো কীটনাশক বিটিআই প্রয়োগ কার্যক্রম উদ্বোধন, সচেতনতামূলক র‍্যালি ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার ও ডিএনসিসি মেয়র লার্ভা নিধন সংক্রান্ত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ও ডিএনসিসির সকল কাউন্সিলর-কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা আতিকুল ইসলাম। ডেংগু প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের উপর সচিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।