ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মানিকছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোস্তাফিজুর রহমান(২৯)।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের হাটহাজারি থেকে মানিকছড়ি থানার পুলিশতাকে গ্রেপ্তার করে। তিনি মানিকছড়ির মুসলিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

মোস্তাফিজুর ২০১৯ সালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডি আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।