ঢাকা: ৪১তম বিসিএসে পদ স্বল্পতায় ক্যাডার পদে নিয়োগ না পাওয়া উত্তীর্ণ প্রার্থীদের প্রথম শ্রেণির পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিসিএস বিধিমালা সংশোধনীর পর ৪১তম বিসিএস থেকেই নন-ক্যাডারে বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাডার পদ না পাওয়া প্রার্থীদের বিষয়ে পিএসসি বলছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও সাধারণ ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। যে সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি তাদেরকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ এর বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে নবম, দশম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।
তবে এ ধরনের উদ্যোগ সুপারিশ প্রাপ্তির কোনো নিশ্চয়তা প্রদান করবে না। সরকারের নিকট থেকে শূন্য পদের প্রাপ্যতা এবং প্রার্থীর একাডেমিক ও অন্যান্য উপযুক্ততার উপর নন-ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তি নির্ভর করবে। এ ব্যাপারে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
পিএসসি জানায়, বিভিন্ন ক্যাডারের ২ হাজার ৫৩৬টি শূন্য পদের মধ্যে ২ হাজার ৫২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ১৬টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।
এছাড়াও, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিছু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার প্রথম শ্রেণির (নবম গ্রেড) এর ১৭টি শূন্য পদের বিপরীতে মোট ১৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এমআইএইচ/এমজে