ঢাকা: রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাগর হোসেন।
ঢাকার যাত্রাবাড়ী সায়েদাবাদের আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগরকে এপিএস নিয়োগ দিয়ে রোববার (৬ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ সাগর হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ করা হলো।
রাষ্ট্রপতি যতো দিন এ পদ অলংকৃত করবেন অথবা মোহাম্মদ সাগর হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমআইএইচ/আরআইএস