ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া যাত্রীবাহী বাসের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

রোববার (০৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী কেনাপাড়া কাঠেরপুল ড. মাহবুবুর রহমান কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাতে ডিউটি করার সময় ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লোকজনের মাধ্যমে জানতে পেরেছি কোনো একটি বাস ওই যুবককে চাপা দিয়ে চলে গেছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। তিনি কালো ফুল হাতা গেঞ্জি ও আকাশী রংয়ের পায়জামা পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।