ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত, আসছে ‘সাইবার নিরাপত্তা আইন’

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত, আসছে ‘সাইবার নিরাপত্তা আইন’

ঢাকা: বহুল আলোচিত-সমালোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার বদলে নতুন আইন করা হচ্ছে।

নতুন আইনের নাম হবে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’ বা ‘সাইবার নিরাপত্তা আইন’।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন দেশের সাংবাদিক ও সচেতন নাগরিকরা। কারণ এ আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি করার সুয়োগ আছে।  আইনটি নিয়ে আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসকে/এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।