ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
রাজধানীতে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. সাগর হোসেন, মো. ইউসুফ, মো. হাসান ও মো. মারুফ।

সোমবার (০৭ আগস্ট) রাতে হাতিরঝিল থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজিয়া ইসলাম জানান, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি ট্রাকে করে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে মহাখালী-তেজগাঁও সড়ক হয়ে মগবাজারের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মগবাজার চৌরাস্তার কাছে হাবীব ইলেকট্রিক স্টোরের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এডিসি নাজিয়া ইসলাম বলেন, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।