ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. ফজল আলী গাজী (৬৩)।
বুধবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে অচেতন হয়ে পড়েন ফজল আলী। কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগারে ওই হাজতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফজল আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ফজল আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত জহুর গাজী। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এজেডএস/এমএইচএস