ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রেলওয়ের জলাশয়ে ভাসছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সৈয়দপুরে রেলওয়ের জলাশয়ে ভাসছিল নারীর মরদেহ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের একটি জলাশয়ে জমিলা খাতুন (৬৫) নামে এক নারীর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) সকালে গোলাহাট পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে রেলওয়ে কলোনি এলাকার একটি জলাশয়ে তার মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তার মরদেহ জলাশয় থেকে তুলে বাড়িতে নিয়ে যান।

নিহত জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে রেলওয়ের ওই জলাশয়ে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।