ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এর ৮ শূন্য পদে আবেদন করেনি কেউ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এর ৮ শূন্য পদে আবেদন করেনি কেউ 

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ট্রেড ইনস্ট্রাকটর নিয়োগে প্লাম্বিং এণ্ড পাইপ ফিটিং এর আটটি শূন্য পদে কেউ আবেদন করেনি।
 
এনটিআরসিএ থেকে সেসিপ নিয়োগ বিজ্ঞপ্তির (গণবিজ্ঞপ্তি) আওতায় ট্রেড ইনস্ট্রাকটর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার।


 
ট্রেড ইনস্ট্রাকটর নিয়োগে মোট শূন্য পদের সংখ্যা ১০টি ট্রেডে মোট ২৪৭টি (এমপিও)। তার মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জন (এমপিও)। এরমধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ৩৯ জন।
 
কিছু পদে শূন্য পদের সংখ্যা কম কিন্তু প্রার্থী বেশি। যেমন- বিল্ডিং মেইনটেনেন্সের ট্রেডে ১১ শূন্য পদের বিপরীতে আবেদন ৪৯, ড্রেস মেকিং ট্রেডে ১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন ৫২।
 
আবার কিছু পদের ক্ষেত্রে পদের চেয়ে আবেদনকারী কম। যেমন- ফুড প্রসেসিং ট্রেডে পদ ১৯টি আবেদনকারী ১১জন, আইসিটিতে পদ ৯৭, আবেদন কারী ৭৮। প্লাম্বিং এণ্ড পাইপ ফিটিং এর আটটি শূন্য পদে কোনো আবেদন পাওয়া যায়নি।
 
ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৯ জন প্রার্থীর ফলাফল প্রার্থী এবং প্রতিষ্ঠানকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।
 
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।