ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মৌলানাকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, আগস্ট ১০, ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মৌলানাকে হত্যা

কক্সবাজার: জেলার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে মুফতি মো. জামাল নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ৩-৪ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারী মুফতি জামালকে ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমির জাফর বলেন, মুফতি জামাল পূর্বে আরসার সক্রিয় সদস্য ছিলেন। হয়তো অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, হত্যাকারীদের ধরতে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ