ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ও বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে, এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি টহলদল গফুরের প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। ভোরে টহলদল বস্তা কাঁধে তিনজনকে নাফনদী সীমান্ত সংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে গফুরের প্রজেক্টের দিকে আসতে দেখে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রাতে নাজিরপাড়া রহমানের স্লুইচ গেট এলাকা থেকে ৯৪ হাজার ও সাবরাং আশিকানিয়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।