ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে মেয়র আতিককে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে মেয়র আতিককে আমন্ত্রণ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ-২০২৩ এর সম্মেলনে অংশ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছি সংস্থাটি। আগামী সেপ্টেম্বর ১৮-১৯ তারিখে নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন৷  

উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশন গভর্ন্যান্স এ আলোচনায় এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়র'স মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, C-40 সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং C40-MMC টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।  

মেয়র মো. আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় ব্লুমবার্গ ফিলানথ্রফিস এওয়ার্ড-২০২২ অর্জন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রমের জন্য এই সম্মানজনক পুরস্কার দেয় ব্লুমবার্গ ফিলানথ্রপিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্তস্থান সমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, চারটি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, দুইটি কবরস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রমের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ডিএনসিসির এই কার্যক্রম সবুজ ভবিষ্যতের পথ প্রশস্ত করছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।