ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শুক্রবার (১১ আগস্ট) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায় এক ব্যক্তি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে একতা হাউজিংয়ের ৪ নম্বর রোড থেকে ২০ কেজি গাঁজাসহ রবিউল নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার নামে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।