ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

টাঙ্গাইল: আগামী  জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুমুদিনী হাসপাতালে এলে তাকে পেয়ে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করেন।

এ সংক্রান্ত কোনো ব্যাপারে কথাও বলেননি সারা কুক।

এদিন সকালে ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনী হাসপাতালে এলে তাকে স্বাগত জানান হাসপাতালের ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ারের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক।

ব্রিটিশ হাইকমিশনার হাসপাতালের লাইব্রেরিতে চা চক্রে যোগ দেন। পরে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। এরপর ডিঙ্গি বজরাযোগে (নৌকা) হোমস সংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শনে যান। এছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী লাইব্রেরির সামনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন এড়িয়ে সারা কুক বলেন,

কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে। এ বিষয়ে তারা সহযোগিতা করে থাকেন বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।