ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যাত্রীছাউনিতে মিলল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
রাজধানীতে যাত্রীছাউনিতে মিলল এক ব্যক্তির মরদেহ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ফুটপাতে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কার্জন হলের সামনের যাত্রীছাউনি থেকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।