ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডিমের দাম নিয়ে কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
খুলনায় ডিমের দাম নিয়ে কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা: খুলনায় এবার ডিমের বাজারে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) খুলনা মহানগরের নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা, পাইকারি ও খামারি পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে ডিমের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন এবং আনসার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।