ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (২) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মরিয়ম লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামের লাভলু মিয়ার মেয়ে। বর্তমানে কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় থাকতো।
হাসপাতালে মৃতের দাদি লাকি বেগম জানান, মরিয়মের বাবা লাভলু কার্টন তৈরির কারখানায় কাজ করে ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। তাদের একমাত্র সন্তান মরিয়ম। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিল।
তিনি জানান, বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক ছাড়া কিছু চলে না। তবে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা বলতে পারবো না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এজেডএস/আরবি