ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  

রোববার (১৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর মহি উদ্দিন, ডিলার রাসেল আহমেদসহ অকেনে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জেলার ছয় উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে কার্ডধারী এক লাখ ২০ হাজার ১৩৩টি নিম্ন  আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় দুই কেজি করে মসুর ডাল, দুই লিটার করে সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল মিলবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।