ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, আগস্ট ১৪, ২০২৩
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নেত্রকোনা: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

রক্তদান কর্মসূচির গুরুত্ব ও সমসাময়িক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেত, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুল হক, কলেজের শিক্ষক, শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।  

অনুষ্ঠানে ৩ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ তৈরি করা হয়। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে ১০ থানায় অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ