ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার দাবি

ঢাকা: গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুল ও রবিউল ইসলাম হত্যার ঘটনায় তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গার্মেন্টস শ্রমিকরা পুরানা পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুলের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গার্মেন্টস সেক্টরে জীবন দিতে হলো আরও দুই গার্মেন্টস কর্মী এবং সংগঠককে। শহিদুল ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুরের নেতা। শহিদুলের মতই অ্যাপারেলস এক্সোসরিজ অ্যান্ড প্রিন্টিংয়ের সুপারভাইজার রবিউল ইসলামকে গার্মেন্টস মালিকদের ভাড়াটে মাস্তান এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী বাসা থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বক্তারা বলেন, পরবর্তীতে পুলিশ তার মরদেহ বস্তাবন্ধী অবস্থায় সাত কিলোমিটার দূরে পুকুরপাড় থেকে উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নি। সুষ্ঠু বিচার না হওয়ার এভাবে একের পর এক গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনা ঘটছে।

বক্তারা আরও বলেন, গার্মেন্টস শ্রমিক রবিউল ইসলাম সাইনেস্ট ওয়াশিং লিমিটেডে বয়লার অপারেটর হিসেবে কাজ করতেন। গত ৪ আগস্ট ভোরে হাইড্রো বয়লার মেশিনের ঢাকনার আঘাতে রবিউলকে জীবন দিতে হয়েছে। তদন্ত অনুসারে যে চারটি কারণে রবিউলকে জীবন দিতে হয়েছে, এই চারটিই কারখানার মালিক এবং বায়ারদের অবহেলা, দায়িত্বহীনতা, অ-ব্যবস্থাপনা ও অধিক উৎপাদন চাপ প্রয়োগের ফল। এসব ঘটনার পেছনের দায়ীদের বিচার করতে হবে। নিহত পরিবারবর্গকে আ-জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হ্যাপি আক্তার, ফেডারেশনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ যুব মৈত্রীর সাবেক সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, নারী নেত্রী শেহেলী আফরোজ লাভলী, তাহমিনা রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।