নোয়াখালী: শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে নোয়াখালীর সদর উপজেলায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুগন্ধা পরিবহনের বাস চালক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের সোনাপুর-আটকপালিয়া সড়কের বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র্যালি ও আলোচনা সভার উদ্দেশ্যে যাচ্ছিলো।
যাত্রাপথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলায় নেতাকর্মীদের আনার জন্য যাচ্ছিলো।
খবর পেয়ে সুধারাম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কত জন আহত হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এই শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরএইচ