ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে শোক দিবসে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
ফরিদগঞ্জে শোক দিবসে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এই চিকিৎসা সেবার আয়োজন করে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর।

বিভিন্ন জাতীয় দিবসে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও চিকিৎসা সেবা বঞ্চিত নারী-পুরুষ এবং শিশুদের অনেক বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডা. হারুনুর রশিদ সাগর।

শোক দিবস উপলক্ষে আজ ডা. হারুনুর রশিদ সাগর, ডা. আনোয়ার হোসেন, ডা. জান্নাতুল মিম, ডা. আব্দুর রউফ রুবাইয়েত ও ডা. সুজন হোসেন রোগীদের চিকিৎসাসেবা দেন। চিকিৎসাসেবার কাজে স্থানীয় যুব সমাজ সার্বিক সহযোগিতা করেন।

ডা. হারুনুর রশিদ সাগর জানান, পেশাগত দায়িত্ববোধ থেকেই আমি বিভিন্ন দিবস, দিবস ছাড়াও বিনামূল্যে অসহায় লোকদের চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার জানামতে অনেকেই পরিবহন খরচের জন্যও শহরে এসে চিকিৎসা সেবা নিতে পারেন না। যে কারণে আমার নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিয়ে এসে সেবাদানের চেষ্টা করছি। জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।