খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ঘটনায় মেডিকেল কলেজের সচিবের মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিরা হলেন- খালিশপুরের মৃত শেখ শাহাজাহানের ছেলে বিপ্লব ফার্মেসির মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও ছোট বয়রার মোশারেফ মীরের ছেলে মীর বায়জিদ (২০)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন।
জানা যায়, ১৪ আগস্ট (সোমবার) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্নারে একজন মেডিকেল শিক্ষার্থী কিছু ওষুধ কিনতে যান। সেখানে ৬ টাকার ওষুধ ৩০ টাকা নেয় দোকানদার। সবুজ সরকার নামে ওই মেডিকেল শিক্ষার্থী ওষুধের বেশি দাম নেওয়ার কারণ জানতে চান। কিন্তু দোকানদার সঠিক উত্তর না দিলে উভয়ের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। ওষুধের দাম বেশি রাখা হয় এমন মন্তব্য করে কেন ওষুধের দাম কম রাখা হলো না এজন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে আশপাশের ওষুধের দোকানদাররা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ওষুধ ব্যবসায়ীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ২২ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমআরএম/আরএ