ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আশুলিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা: আশুলিয়ার একটি টিনশেড বাসায় গ্যাসের আগুনে দুই নারীসহ ৬ জন দগ্ধ হয়েছিলেন। এ ঘটনায় সাবিনা বেগম (৪০) নামে এক গার্মেন্ট কর্মী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, দগ্ধ সাবিনার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে আশুলিয়া ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার একটি টিনশেড বাসায় আগুনের ঘটনা ঘটে। রাত ২টার দিকে এ ঘটনায় দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, গার্মেন্টসকর্মী সাবিনা বেগম (৪০), প্রতিবেশী ভাড়াটিয়া মহসিন হোসেন (২৭) ও তার মা কমলা বেগম (৫০), ভেকু চালক নজরুল ইসলাম (৪৫), কারখানা কর্মচারী সাদেকুল (৩০) ও চাকরিজীবী মো. হাশেম মিয়া (৫০)।

ঘটনার পর তাদের হাসপাতালে নিয়ে আসেন সাবিনার স্বামী মোতালেব হোসেন। তিনি জানান, ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার শফিকের সেমিপাকা টিনশেড বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন তারা। রাত ৮টার দিকে তিনি বাইরে থেকে বাসায় যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছলে বিকট শব্দ শুনতে পান। সাথে সাথে তিনি দৌড়ে গিয়ে দেখেন তাদের ঘরসহ পাশের  কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

পরে অন্য ভাড়াটিয়াদের সাহায্যে কয়েকটি ঘর থেকে দগ্ধদের বের করে আনেন তিনি। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

 মোতালেব জানান, লাইনে লিকেজের কারণে টিনশেড ঘরগুলোয় গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।