লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, এদিন সকালে রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. ফয়সাল (২১), সালামত উল্যা ওরফে সালমান (২২), মো. ইসমাইল (২১) ও মো. আরিফ (২০)। এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের বাসিন্দা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস