ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ইয়াবাসহ ৪ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
রামগঞ্জে ইয়াবাসহ ৪ কারবারি আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

এর আগে, এদিন সকালে রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মো. ফয়সাল (২১), সালামত উল্যা ওরফে সালমান (২২), মো. ইসমাইল (২১) ও মো. আরিফ (২০)। এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের বাসিন্দা।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।