সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদীতে থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- এনায়েতপুর থানার বেতিল চরের মো. আজু মিয়ার ছেলে মো. হাফিজুর, মো. হারুন, মো. আতাব আলীর ছেলে ওমর ফারুক, জয়নাল মণ্ডলের ছেলে আতাব আলী, ছানা তালুকদারের ছেলে মাসুদ রানা, মো. রমজানের ছেলে সোহেল রানা, আব্দুল আজিজ শেখের ছেলে আমিরুল শেখ, মৃত ইউনুছের ছেলে ইয়া মিয়া।
চৌহালী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো.ফারুক হোসেন বলেন, আটক ব্যক্তিরা যমুনা নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসএম