ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মজুরি বৃদ্ধিসহ ৬ দাবি শ্রমিক ঐক্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
মজুরি বৃদ্ধিসহ ৬ দাবি শ্রমিক ঐক্যের শ্রমিক ঐক্যের সমাবেশ | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শ্রমিক অধিকার বাস্তবায়নে মজুরি বৃদ্ধিসহ ছয় দফা দাবি জানিয়েছে ২২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত জোট শ্রমিক ঐক্য।

শনিবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক শ্রমিক সামবেশে জোটের নেতারা এসব দাবি জানান।

তাদের দাবিগুলো হলো—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ বাতিল, নতুন পে কমিশন গঠন, সব শ্রেণি-পেশার শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ বলেন, শ্রমিকদের জীবনে উন্নতি ঘটানোর জন্য সরকারকে যেমন দায়িত্ব নিতে হবে, তেমনি শ্রমিক নেতাদেরও দায়িত্ব নিতে হবে। শ্রমিক নেতারা যদি সৎ হন, তাহলে শ্রমিকদের দাবি-দাওয়া আদায় হতে বাধ্য। কিন্তু এখানে আমাদের ঘাটতি রয়েছে। আমি আশা করি, দলমত নির্বিশেষে সব শ্রমজীবী নেতারা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার আদায়ে মাঠে আন্দোলন করবেন। তাহলে এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ হচ্ছে সভ্যতা, উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখার কারিগর। এই শ্রমজীবী মানুষ যদি কাজ বন্ধ করে তাহলে সভ্যতা ও উন্নয়নসহ সব কিছু বন্ধ হয়ে যাবে। শ্রমিক ঐক্য সব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চায়। সবার জন্য কাজ করতে চায়। সব শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করতে চায়।

সমাবেশে সভাপতির বক্তব্যে শ্রমিক ঐক্যের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বলেন, আমরা যখন বলি কাজ চাই তখন বুঝতে হবে আমাদের দেশে বেকারত্ব অনেক বেশি। এ বেকারত্ব দূর করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার এই কাজে ব্যর্থ হয়েছে। আমরা যখন শ্রমিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনের ব্যবস্থা চেয়েছি তখনও সরকার ব্যর্থ হয়েছে। আমাদের কোনো দাবিই এ সরকার পূরণ করেনি। তাই এই ব্যর্থ সরকারের কখনোই ক্ষমতায় থাকা উচিত নয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমেদ, জাতীয় শ্রমিক কর্মচারী জোটের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জামিল ও জাতীয় শ্রমিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।