ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গাঁজা-হেরোইনসহ ৫ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
ফরিদপুরে গাঁজা-হেরোইনসহ ৫ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: জেলায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার হরিসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন শহরের দক্ষিণ টেপাখোলা হরিসভা এলাকার মৃত নরেন্দ্র সাহার ছেলে ভুম্বুল সাহা (৬০), চরপশ্চিম টেপাখোলা পালডাঙ্গী এলাকার মৃত খালেক মণ্ডলের ছেলে হাসিব মণ্ডল (২৮), উত্তর টেপাখোলা এলাকার আজাদ মিয়ার ছেলে সুজন মিয়া (২৭), একই এলাকার মৃত আবুল খায়ের মোল্যার ছেলে ফাইজুর রহমান ওরফে জুয়েল (৪০) ও আ. মালেক ফকিরের ছেলে ফকির মো. শামীম (৪৪)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম।  

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।