ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা: সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে শিবালয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্প্রীতি বাংলাদেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম (পিপি), সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহা ও সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্য সচিব ড. মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।