ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে নৌ-পথে বেড়েছে মাদকের পাচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
চাঁদপুরে নৌ-পথে বেড়েছে মাদকের পাচার

চাঁদপুর: ভারত সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করার জন্য নৌ-পথকে নিরাপদ মনে করছেন মাদক কারবারিরা। সম্প্রতি সময়ে এসব মাদক কারবারিদের আইন শৃঙ্খলাবাহিনী চাঁদপুর লঞ্চঘাট, ডাকাতিয়া নদী, মেঘনা নদী ও হরিণা ফেরিঘাট এলাকা থেকে মাদকসহ আটক করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা জেলার লঞ্চঘাট থেকে ঢাকাগামী এমভি মিতালী লঞ্চে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মো. জানু মিয়াকে আটক করেন। জানু জিজ্ঞাসাবাদে জানায় জব্দ করা গাঁজা কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

গত ১৬ আগস্ট চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকা থেকে ২১ কেজি গাঁজা ও ৪৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল ও মো. রজমান আলী নামে দুই কারবারিকে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম।

এর আগে ১২ আগস্ট কোস্টগার্ড চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকাগামী এমভি রফরফ-৭ লঞ্চে অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাদক কারবারি মো. আমির হোসেনকে সাত কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, মাদকগুলো কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

গত ১১ আগস্ট রাতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে নয় কেজি গাঁজাসহ মো. রুবেল ও মো. আরাফাত নামের দুই মাদক কারবারিকে আটক করে নৌ-পুলিশ।

এরআগে, গত ৭ আগস্ট মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ছয় জনকে গ্রেপ্তার করে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জেলায় মাদকদ্রব্য নির্মূল ও প্রতিরোধে ৮ থানা একযোগে অভিযান অব্যাহত রেখেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌপথ নিরাপদ রাখতে মাদক, চোরাকারবারি, ডাকাতিসহ সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে নৌ-পুলিশ কাজ করছে। এটি নৌ-পুলিশের নিয়মিত কাজের অংশ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।