গাইবান্ধা: জেলার ফুলছড়ি উপজেলার ১০ বোতল বিদেশি মদসহ উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বালাসিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ উজ্জ্বলকে আটক করা হয়। তিনি সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদক কারবার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
উক্ত ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসআইএ