ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশান থেকে ১৪১ বোতল বিদেশি মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
গুলশান থেকে ১৪১ বোতল বিদেশি মদসহ আটক ১

ঢাকা: রাজধানীতে ১৪১ বোতল বিদেশি মদসহ মো. সবুর (৫২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে র‍্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান-২ এলাকায় আভিযান চালায়। অভিযানে ১৪১ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে কৌশলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ পরিবহন করে বিক্রি করে আসছিলেন। সবুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।