নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় দেশি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরান বাজারের পেছনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মধ্যনগর পশ্চিমপাড়ার সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানা পুলিশ অভিযান চালিয়ে কাচারিকান্দি পুরান বাজারের পেছনের রাস্তা থেকে বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের নামে এর আগেরও একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসআই