ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অর্থসচিব হলেন খায়েরুজ্জামান, জ্বালানিতে নুরুল আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, আগস্ট ২৩, ২০২৩
অর্থসচিব হলেন খায়েরুজ্জামান, জ্বালানিতে নুরুল আলম

ঢাকা: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কর্মকর্তাকে অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার অভিপ্রায় অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর দেওয়া হয়েছে। আর অর্থসচিব হিসেবে খায়েরুজ্জামান মজুমদারের নিয়োগ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

আলাদা আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে এই নিয়োগ কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।