ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটের মেয়রের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
সিলেটের মেয়রের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাতে পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন কর্মসূচি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা করেন।

সিলেটের পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প নিয়ে মেয়র ও হাইকমিশনার আলোচনা করেন। দুই দেশের শহরগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে বলেও আশা করেন তারা।

বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।