ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আলমডাঙ্গায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় সাপের ছোবলে মুক্তাকিনা খাতুন ঐশী (১৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঐশী আলমডাঙ্গা চরপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ইউপি সদস্য রাশেদুজ্জামান জানান, ঐশী খাতুন হাটখোলা পাঁচলিয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় ঐশী ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাম হাতে সাপে ছোবল দেয়। এরপর তার পরিবারের লোকজন তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে পরে অবস্থার অবনতি হলে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মারজান মোনায়েম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।