ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এক রাতের অতিথি ‘নাইট কুইন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, আগস্ট ২৬, ২০২৩
এক রাতের অতিথি ‘নাইট কুইন’

হবিগঞ্জ: ‘নাইট কুইন’ বা ‘রাতের রাণী’। মনোহরিণী সুবাস, স্নিগ্ধ পাপড়ি আর দুধসাদা রঙের এই ফুলটি ফুটে সৌভাগ্যের প্রতীক হিসেবে।

 

কিন্তু যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে; সে রাতেই ঝড়ে যায় ফুলটি। আবার একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর।  

শুক্রবার (২৫ আগস্ট) রাতে এই দুর্লভ ফুলটির দেখা মিলে হবিগঞ্জ শহরে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. আবু জাহিরের স্ত্রী আলেয়া আক্তারের বাসায়।  

এ বিষয়ে আলেয়া আক্তার জানান, তার এ গাছটিতে এনিয়ে সপ্তমবার রাতের রাণী ফুটেছে। আগেরবার ফুটতো ৫-৬টি করে। এবার একসঙ্গে ২০টি ফুল ফুটেছে।

তিনি বলেন, ফুল ফোটা থেকে বুজে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপই রাত জেগে দেখেছি। তবে মিষ্টি সুবাসের রাতের অতিথিকে উপভোগ করেছি সবাই মিলে।

বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আ ব ম ফখরুদ্দিন পারভেজ জানান, ফুলটিকে নিশিপদ্মও বলা হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম Epiphyllum oxypetalum (এপিফাইলাম অক্সিপেটালাম)। ক্যাকটাস পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। অপূর্ব সাদা রঙের রাণীর মতো সৌন্দর্য ও ভারি মিঠে সুবাস নিয়ে বর্ষা রাতের গভীরে প্রস্ফুটিত হয় বলে ইংরেজিতে Queen of the night নামেই সুপরিচিত। সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হলেও ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি। অসাধারণ মিষ্টি সুবাসের এ ফুল কেবল একটি রাতের অন্ধকারে গাছ আলো করে থাকে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।