ঢাকা: সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (সাল্ফ) ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মুজিবকে।
সাধারণ সম্পাদক ড. মো. এনামুল হক এনামের অনুপস্থিতিতে (বিদেশে অবস্থানকালীন সময়ের জন্য) মুজিবকে এ দায়িত্ব দেওয়া হয়।
শনিবার (২৬ আগস্ট) সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ তাকে এ দায়িত্ব দেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএমআই/আরবি