ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় একটি কারখানার চলতি মাসের বেতন ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

রোববার (২৭ আগস্ট) সকালে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেড কারখানার মূল ফটকে কারখানা স্থানান্তরের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় যোগ দিতে এসে এ নোটিশ দেখেন। পরে শ্রমিকরা চলতি মাসের বেতন পরিশোধের দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলেই অবস্থান করছে পুলিশ।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কারখানা ভবন ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তাদের কারখানা স্থানান্তর করছে। এ কারণে কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দেয়। সকালে নোটিশ দেখে শ্রমিকরা চলতি মাসের বেতন পরিশোধের দাবি ও কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ উপস্থিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।