ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আইডিয়ালের শিক্ষার্থীদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আইডিয়ালের শিক্ষার্থীদের হামলা সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

আহত জিহাদ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। হামলার সময়ে ঢাকা কলেজের একটি বাসও ভাঙচুরের অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে৷

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাসে হামলার ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীদের আঘাতের পাশাপাশি কয়েকজনের প্রবেশপত্র কেড়ে নেওয়ার অভিযোগ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা৷

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।