মাগুরা: ধানমন্ডি - ৩২ এর ‘বুলডোজার কর্মসূচি’র ঢেউ লেগেছে মাগুরাতেও। মাগুরায় স্টেডিয়াম এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্রজনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্টেডিয়াম গেটের পাশে নির্মিত ম্যুরালটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ম্যুরাল ভাঙতে দেখা গেছে অনেককে। ম্যুরাল ভাঙার সময় ‘দিল্লি না ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ , ‘জনে জনে খবর দে মুজিববাদ কবর দে’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’ নানান স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। বুলডোজার এক্সাভেটর দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয় ও অগ্নিসংযোগ করা হয়।
গেল ৫ আগস্টের পর থেকে জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে। এছাড়া ম্যুরালসহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে লেখা হয়েছে ‘স্বৈরাচার সরকারের পতনের নানা স্লোগান।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসএএইচ