ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এ কর্মসূচিতে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।
বর্তমানে ঢামেকে ভর্তি আছেন মরিয়ম। আন্দোলন করার সময় ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
মরিয়মের সহপাঠীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। দুপুরে আন্দোলন চলাচাকালীন ভ্যাপসা গরমে মরিয়ম অচেতন হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়ার জন্য নীলক্ষেত এলাকায় কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। পরে একটি তিন চাকার পায়চালিত ভ্যান পাওয়া গেলে মরিয়মকে সেটির ওপর শুইয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি বলেন, অচেতন হয়ে পড়া ওই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন। তিনি বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণ-অনশন ঘোষণা পরবর্তী কর্মসূচিতে রোববার (২৭ আগস্ট) দুপুরে আন্দোলনরত ৮ শিক্ষার্থী অসুস্থ হন। তাদের ঢামেকে নেওয়া হলে দুজনকে ভর্তি রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার মাহমুদ অপু (২৫), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাদেক বাপ্পি (২৩), তিতুমীরের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব প্লাবন (২২), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ ছাত্র রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াসিন আলী সাগর (২৫)।
তাদের মধ্যে কবি নজরুল কলেজের ছাত্র তকিবুর রহমান বাপ্পি ও বদরুন্নেসা কলেজের ছাত্রী সোনিয়া আক্তার হ্যান্ড রাবিং সল্যুশন হেক্সিসল পান করে অসুস্থ হয়ে পড়েন বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। তারা হাসপাতালে ভর্তি আছেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এজেডএস/এমজে