নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে হোটেল শ্রমিক ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সৃষ্ট ভুল বুঝাবুঝির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ফলে রোববার (২৭ আগস্ট) থেকে শহর ও আশপাশের সব হোটেল ও রেস্তোরাঁ খুলে গেছে।
একদিন বন্ধ থাকার পর শনিবার রাতে (২৬ আগস্ট) সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের মধ্যস্থতায় সংশ্লিষ্টদের উপস্থিতিতে ভুল বুঝাবুঝির অবসান হয়।
সূত্র জানায়, হাঁসের মাংস খাওয়া নিয়ে মোটর শ্রমিক ও হোটেল শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দলবদ্ধ হয়ে মোটর শ্রমিকের লোকজন এসে তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল ভাঙচুর করে এবং বেশ কয়েকজন হোটেল শ্রমিককে পিটিয়ে আহত করে চলে যায়। দোষীদের বিচার চেয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও সৈয়দপুর উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শহরে বিক্ষোভ করে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সৈয়দপুরে সব হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। শান্তি রক্ষার্থে সৈয়দপুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে শহরের ঐতিহ্যবাহী তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৬ আগস্ট) হোটেল- রেস্তোরাঁ বন্ধ রাখা হয়।
শান্তিপূর্ণ সমাধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের মালিক আতিয়ার রহমান, কর্মচারী ও মালিক ও শ্রমিক পক্ষ।
পরে সবাই হাত মিলিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করেন। এতে করে রাতে কেউ কেউ এবং রোববার সকাল থেকে সৈয়দপুরের সব হোটেল-রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএ